প্রচুর অ্যাটাক ড্রোন তৈরির নির্দেশ কিম জং উনের

2 months ago 39

ব্যাপকভাবে অ্যাটাক ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে পশ্চিমাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। এর মধ্যেই এমন খবর জানালো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন ধরনের সুইসাইড অ্যাটক ড্রোনের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন কিম। এসব ড্রোন তৈরি করেছে পিয়ংইয়ং এর আনম্যানড এরিয়াল টেকনোলজি কমপ্লেক্স।

বলা হয়েছে, এসব আনম্যানড ড্রোন গাইডেড মিসাইলের মতো সমুদ্র ও ভূমির লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

কেসিএনএ জানিয়েছে, কিম যত দ্রুত সম্ভব সিরিয়াল উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি ব্যাপকভাবে এসব ড্রোন উৎপাদনের নির্দেশ দেন।

চলতি বছরের আগস্টে উত্তর কোরিয়া প্রথমবার সুইসাইড ড্রোন উন্মোচন করে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটির এমন সক্ষমতার কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে। তাছাড়া এরই মধ্যে দেশ দুইটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে।

যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার এই ড্রোন গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে আবির্ভাব হয়েছে। কারণ এটি দিয়ে ট্যাঙ্ক ও অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায় সহজে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

Read Entire Article