প্রজনন বীজ উৎপাদন কৌশল নিয়ে মাঠ দিবস

3 hours ago 7

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের আয়োজনে বারি পেঁয়াজ ৪-এর প্রজনন বীজ উৎপাদন কলাকৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বারির আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার ৮০ জন পেঁয়াজচাষি অংশগ্রহণ করেন।

আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. মাসুদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ।

এসময় মসলা গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক বাংলাদেশে মসলাজাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের ড. শৈলেন্দ্র নাথ মজুমদার ছাড়াও বারির বিভিন্ন বিভাগ বা কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে পেঁয়াজচাষিরা তাদের চাষাবাদের বিভিন্ন সমস্যা, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মতামত বিনিময় করেন।

Read Entire Article