দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারিভাবে প্রণোদনা দেওয়ার পরও পাট চাষে আগ্রহ বাড়ানো যাচ্ছে না কৃষকদের। এ কারণে ক্রমেই কমছে উপজেলায় পাট চাষের পরিধি। তবে কৃষকরা বলছেন, কৃষি শ্রমিক সংকট, উৎপাদিত পাট জাগ দেওয়ার জলাশয় সংকটসহ পাটের দরপতনের কারণে পাট চাষে আগ্রহ কমছে কৃষকদের।
এক সময় ফুলবাড়ী উপজেলায় ব্যাপকভাবে পাট ও গম চাষ হত। গম চাষ অনেক আগেই বিলুপ্তির হয়ে গেছে। এখন পাটও সেই একই পথে হাঁটছে।
কৃষকদের অভিযোগ, পাট... বিস্তারিত