প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষায় বসছে সাড়ে ৫ লাখ শিক্ষার্থী 

2 months ago 7

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্থল নিম্নচাপ। বর্তমানে তা টাঙ্গাইল ও আশপাশের এলাকায় অবস্থান করছে। প্রতিকূল এই আবহাওয়ার মধ্যে পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের।  

শনিবার (৩১ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। টানা বৃষ্টি ও উপকূলীয় ১৬টি জেলায় তিন নম্বর সতর্কসংকেত জারির পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।

শুক্রবার (৩০ মে) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ এ সিদ্ধান্তের কথা জানান। 

তিনি বলেন, দেশের ৬৪টি জেলার ৮৭৯টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৫ লাখ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। উপাচার্য আরও জানান, পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর আগে এ ভর্তি পরীক্ষাটি ৩ মে নির্ধারিত থাকলেও তা পিছিয়ে ২৪ মে এবং পরে আরও এক সপ্তাহ পিছিয়ে ৩১ মে পুনঃনির্ধারণ করা হয়। এ কারণে এই ভর্তি পরীক্ষা আর পেছানোর কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

পরীক্ষার পূর্ববর্তী তারিখ ও কেন্দ্রসমূহ:

বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষার কেন্দ্র আগেই প্রকাশিত তালিকা অনুযায়ী নির্ধারিত হয়েছে। ঢাকা বিভাগে ২৪৭টি কেন্দ্র, খুলনা বিভাগে ১৫৬টি কেন্দ্র, রাজশাহী বিভাগে ১৪৩টি কেন্দ্র, চট্টগ্রাম বিভাগে ১৩৪টি কেন্দ্র, রংপুর বিভাগে ৯৬টি কেন্দ্র, বরিশাল বিভাগে ৫৯টি কেন্দ্র এবং সিলেট বিভাগে ৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলোর মধ্যে সরকারি কলেজ ছাড়াও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পরীক্ষা পদ্ধতি ও নির্দেশনা:

পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, শিক্ষার্থীদের এমসিকিউভিত্তিক ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, যা এক ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। মেধাতালিকা প্রস্তুতে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে।

Read Entire Article