প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক মডেল মিনি স্টেডিয়াম নির্মাণ করব। তরুণদের মাঠে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করব। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে তিনি এসব কথা বলেন।   রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের আয়োজনে ৩ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল কালিগঞ্জ পিডিকে মিতালী সংঘ ও হাজিপুর ইয়ং স্টার ক্লাব। খেলার শুরুতেই আক্রমণ–পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায়। প্রথমার্ধের ২২ মিনিটে হাজিপুর ইয়ং স্টার ক্লাবের বিদেশি খেলোয়াড় জেরি গোল করে দলকে এগিয়ে নেন। তবে মাত্র ৯ মিনিট পরই সমতায় ফেরেন মিতালী সংঘের ইব্রাহিম। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কালিগঞ্জ পিডিকে মিতালী সংঘ। টানা দুটি গোল করে ৩–১ ব্যবধানে চ্যাম্পিয়ান হয় তারা। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধা

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক মডেল মিনি স্টেডিয়াম নির্মাণ করব। তরুণদের মাঠে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করব। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে তিনি এসব কথা বলেন।   রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের আয়োজনে ৩ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল কালিগঞ্জ পিডিকে মিতালী সংঘ ও হাজিপুর ইয়ং স্টার ক্লাব। খেলার শুরুতেই আক্রমণ–পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায়। প্রথমার্ধের ২২ মিনিটে হাজিপুর ইয়ং স্টার ক্লাবের বিদেশি খেলোয়াড় জেরি গোল করে দলকে এগিয়ে নেন। তবে মাত্র ৯ মিনিট পরই সমতায় ফেরেন মিতালী সংঘের ইব্রাহিম। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কালিগঞ্জ পিডিকে মিতালী সংঘ। টানা দুটি গোল করে ৩–১ ব্যবধানে চ্যাম্পিয়ান হয় তারা। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। মাঠজুড়ে তখন উৎসবের আমেজ, বিজয়ীর হাতে ট্রফি উঠতেই উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা।  তিনি জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বেড়িবাঁধকে টেকসই করা, সুপেয় পানির সমস্যা সমাধান এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। স্থানীয় সংগঠক ও দর্শকেরা বলেন, বহুদিন পর এমন প্রাণবন্ত ফুটবল আয়োজন এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি করেছে। নিয়মিতভাবে এমন আয়োজন এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়ন হলে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য আরও উজ্জ্বল হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow