প্রতিপক্ষের হামলায় সাবেক কৃষকলীগ নেতা নিহত

3 months ago 45

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় মীর ইউসুফ (৭০) নামের কৃষক লীগের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে। মীর ইউসুফ উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

নিহতের মেয়ের জামাই জসিম উদ্দিন বলেন, উনার সঙ্গে জায়গা নিয়ে একটি পক্ষের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। শনিবার স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ জায়গার পরিমাপের জন্য আসে। এসময় হেলাল, আলা উদ্দিন ও মামুনসহ ৪০-৫০ জনের একটি গ্রুপ তার ওপর হামলা চালায়। এ সময় তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান বলেন, জায়গা নিয়ে বিরোধে ছিল। শনিবার বিকেলে পরিমাপের সময় হাতাহাতির ঘটনা ঘটে। এতে পাশের জমিতে পড়ে যায় ইউসুফ। পরে তার মৃত্যু হয়। পরিবার দাবি আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

Read Entire Article