প্রতিবাদ জানিয়ে ছাত্রশিবিরের বার্তা

2 days ago 9

বরগুনার পাথরঘাটা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে কতিপয় দুর্বৃত্তদের হামলায় এক যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রশিবিরকে জড়ানো এবং ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসানের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এসব কথা বলেন।

তারা বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, ‘বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা হত্যার ঘটনায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মিডিয়া ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, যুবদল নেতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী। এ ঘটনার সঙ্গে ছাত্রশিবির বা তার নেতা-কর্মীদের দূরতম কোনো সম্পর্ক নেই। অথচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে এ ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে।’

শিবির সভাপতি ও সেক্রেটারি বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে এই মিথ্যা অভিযোগের জেরে একদল সন্ত্রাসী ছাত্রশিবির পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসান ও তার পরিবারের ওপর নির্মম হামলা চালিয়েছে। এটা দিবালোকের মতো স্পষ্ট যে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের ওপর হামলা করা হয়, যা অত্যন্ত ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রতিবাদ বার্তায় তারা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে উভয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্রশিবিরের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে বুধবার (১ জানুয়ারি) দুপুরে বরগুনার পাথরঘাটায় নাসির হাওলাদার কাটা নাসির (৩৮) নামে ওই যুবদল নেতাকে পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সত্তার মেলেটারির বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান।

নাসির হাওলাদার পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে এবং ওয়ার্ড যুবদলের সদস্য।

Read Entire Article