প্রতিবাদের মুখে সরলো নিজামী-সাঈদী-সাকার ছবি

1 month ago 9

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের প্রদর্শনী থেকে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীসহ একদল শিক্ষার্থীর তোপের মুখে খুলে ফেলা হয়েছে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা টিএসসির ভেতরে চলা শিবিরের প্রদর্শনীতে যায়। তারা সেখানে থাকা ছবিগুলো খুলতে প্রশাসনকে চাপ দিয়ে খুলতে বাধ্য করে। শিবিরের নেতাকর্মীরা এসময় প্রশাসনের অনুরোধে চুপ থাকলেও পরে পাল্টা স্লোগান দেয়।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (রাত ৮টা) বামপন্থিরা টিএসসির গেটে অবস্থান নিয়ে শিবিরকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছিল। তবে শিবির তাদের স্লোগান বন্ধ করে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

বামপন্থি ছাত্রসংগঠনগুলোর শিক্ষার্থীদের দাবি, তাদের ছবি টানিয়ে মূলত একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করেছে। তাই তারা এর প্রতিবাদ করছেন। এসময় তারা ‘রাজাকার আর স্বৈরাচার—মিলেলিশে একাকার’, ‘জামায়াত-শিবির রাজাকার—এই মুহুূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দেন।

এ ব্যাপারে শিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত বিচারিক হত্যাকাণ্ডের শিকার নেতাদের ছবি সরিয়ে নিতে প্রশাসনকে বাধ্য করে। যা আওয়ামী রেজিমের ফ্যাসিবাদকে দীর্ঘ জীবন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার স্বার্থে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়েছি।

তিনি বলেন, তবে আমাদের বক্তব্য স্পষ্ট। বিচারিক হত্যাকাণ্ড শাহবাগ ও আওয়ামী যৌথ প্রজেক্টের ফল। যে, যারা, যেভাবেই ফ্যাসিবাদের ভিক্টিম হয়েছে আমরা তাদের কথা বলবই। শাহবাগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সংগ্রাম জারি থাকবে ইনশা আল্লাহ। যারা বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এর ক্ষেত্র প্রস্তুত করেছে, যারা হাসিনাকে হাসিনা হয়ে উঠতে সাহায্য করেছে, সবার বিরুদ্ধে আমাদের সংগ্রাম।

এমএইচএ/এমআইএইচএস/এএসএম

Read Entire Article