‘প্রতিবেশী অন্যায় হাত বাড়ালে আমরা বরদাশত করব না’

3 weeks ago 17

প্রতিবেশী অন্যায় হাত বাড়ালে আমরা বরদাশত করব না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা প্রতিবেশীদের ভালো অবস্থায় দেখতে চাই ও নিজেদের আরও বেশি ভালো অবস্থায় দেখতে চাই। আমি আমার দেশকে অনেক ভালোবাসি, কারণ আমার আল্লাহ আমাকে এখানে পয়দা করেছেন। আমরা প্রতিবেশীকেও ভালোবাসি, কারণ আল্লাহ তাদের আমার প্রতিবেশী হিসেবে পাঠিয়েছে। আমরা প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না। কোনো প্রতিবেশীর প্রতিও অন্যায় হাত বাড়াতে চাই না। 

তিনি আরও বলেন, আমরা সন্ত্রাসের হাত বাড়াতে চাই না। এটা আমরা একেবারেই অপছন্দ করি, যেন কেউ আমাদের দিকেও হাত না বাড়ায়। আমরা এটা বরদাশত করিনি, করি না, করব না। আমরা কোনো অন্যায়কারীর প্রতি মাথা নত করি না, কারণ যারা আল্লাহতায়ালার প্রতি সেজদা দেয়, তারা অন্য কারো কাছে মাথা নত করতে পারে না।

বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তর আমির মুহাম্মাদ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মন্নান, অ্যাড. মো. মশিল আলম, মাওলানা আব্দুল জাব্বার, ঢাকা জেলার নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম প্রমুখ।

Read Entire Article