মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

7 hours ago 6
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে আজিজুর রহমান নামে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা ও সোনার অলংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে বলে জানান ভুক্তভোগীরা।  গত শনিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পাকদেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আজিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে পাকদেওড়া গ্রামের হারুন মোল্লা ও দ্বীন ইসলাম মোল্লা তার দলবলের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব চলে আসছে। গত বছরের ৫ আগস্টের পরে এরা সবাই আত্মগোপনে থাকলেও কিছুদিন ধরে আবারও সংগঠিত হয়ে গ্রামে উরসের নামে অসামাজিক কার্যকলাপ শুরু করে। আমরা এসবে বাধা দেওয়ায় পুনরায় আমাদের সঙ্গে শত্রুতা শুরু করে।  তিনি আরও বলেন, ৭ ডিসেম্বর রাতে আমার কাঠ বাগানের ১৫/২০টি গাছ কেটে ফেলে তারা। গাছ কেটে নেওয়ার বিষয়ে থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার গভীর রাতে হারুন মোল্লা, মামুন মোল্লা, আরিফ মোল্লা, আসাদুলসহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা করে। এ সময় ঘরের দরজা, জানালা, আলমারি ভাঙচুর, সোনার অলংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। তারা আমাকে নিঃস্ব করে দিয়েছে। স্থানীয় বাসিন্দা নাঈম মিয়া বলেন, এ হামলা যারা করেছে তারা সবাই মাদকের সঙ্গে জড়িত। কিছুদিন আগে আজিজ মাদকের প্রতিবাদ করায় তার বাগানের অনেকগুলো গাছ কেটে ফেলে তারা। পরে আজিজ এ ঘটনার বিচার চেয়ে বাঙ্গরা বাজার থানায় অভিযোগ দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার পরও তারা রাতের বেলা আজিজের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। আমরা গ্রামবাসী তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জানতে চাইলে হারুন মোল্লা বলেন, হামলা ও লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। উল্টো তারা আমাকে মারধর করেছে। আমি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছি। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article