‌‘প্রতিবেশীর বাড়ি’ দখলে নিতে গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার

2 months ago 7

গাজীপুর মহানগরীর টঙ্গীতে প্রতিবেশীর বাড়ি দখলে নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন মহানগর যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে টঙ্গীর আরিচপুরে প্রতিবেশীর জমি ও বসতবাড়ি দখল করতে যান রুবেল ও তার সমর্থকেরা। রুবেলের দাবি ওই জমি ও বসতবাড়ি তার। এ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় রুবেলকে একটি কক্ষে আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে রুবেল জমি ও বাড়ি দখলের ঘটনাটির দায় স্বীকার করেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার অশোক কুমার পাল জানান, রুবেলকে বুধবার আদালতে পাঠানো হবে।

মো. আমিনুল ইসলাম/এসআর/এমএস

Read Entire Article