ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবেশী দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে শফিকুল ইসলাম সুফি শেখ নামে এক গরু ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় ইদু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বন্দেখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম সুফি শেখ বন্দেখালী গ্রামের নবাব আলীর ছেলে। শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মণ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ধলহরচন্দ্র ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, চারকাঠা জমি নিয়ে বন্দেখালী গ্রামের মোবারক হোসেনের দুই ছেলে সাকেন আলী ও ইদুর মধ্যে দ্বন্দ্ব ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে ইদু তার আপন ভাই সাকেন আলীর জমি দখল করতে যায়। জমি দখল করা নিয়ে দুই ভাই সংঘর্ষে লিপ্ত হলে প্রতিবেশী সুফি শেখ তাদের মারামারি থামাতে গেলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে ইদু। সুফি শেখকে প্রথমে শৈলকূপা ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে মারা যান তিনি।
নিহতের স্ত্রী লিখা খাতুন বলেন, আমার স্বামী একজন গরু ব্যবসায়ী। দুই ভাইয়ের মারামারি থামাতে গেলে ইদু তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ খুনের বিচার চাই।
শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মণ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।