প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকট, বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলের

2 months ago 50
ইরানের পাল্টা হামলায় ধরাশায়ী ইসরায়েল। দেশটি ইরানের হামলা ঠেকাতে গিয়ে সংকটের মুখোমুখি হতে চলেছে। ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র।  বুধবার (১৭ জুন) ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অ্যারো ইন্টারসেপ্টরের মজুত কমে যাচ্ছে। এই ঘাটতি ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এই সমস্যা সম্পর্কে কয়েক মাস ধরে অবগত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র স্থল, সমুদ্র এবং আকাশে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে,  ইসরায়েলে ‘অস্ত্র সংক্রান্ত বিষয়ে’ কোনো তথ্য প্রকাশ করবে না। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মতে, মার্কিনদের এ ধরনের সিদ্ধান্ত ভুল ছিল। ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরোধিতা করে তিনি এক এক্স-পোস্টে এমন মন্তব্য করেন। বুধবার (১৮ জুন) দেওয়া পোস্টে শি লিখেন, ‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশি কার্যক্রমে আট ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে। অন্য পক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যে যাওয়া (মার্কিনদের) সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল।’ ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আরও ঘনীভূত হচ্ছে। শির পোস্টের আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অস্থিরতা আরও বাড়াচ্ছেন।  
Read Entire Article