প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

2 days ago 5

প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়' নাম পুনর্বহাল ও নির্মাণাধীন 'শেখ হাসিনা হল' নামের পরিবর্তে 'বেগম রোকেয়া হল' করার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় তারা উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় বেরোবি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সুমন, রহমত আলীসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত সরকারের আমলের ফ্যাসিস্ট নীতি ছিল গণবিরোধী ও জনতার মনোবাঞ্ছাকে উপেক্ষা করার নীতি। সেই নীতির একটুও এদিক-সেদিক হয়নি আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সময়ে। রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল 'রংপুর বিশ্ববিদ্যালয় বর্তমানে (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সেই অঞ্চলের প্রতিনিধিত্ব করে।

প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

তৎকালীন প্রধানমন্ত্রী নিজের নামফলক ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিকভাবে বিশ্ববিদ্যালের নাম পরিবর্তন করে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে নামকরণ করে। কিন্তু এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পরিচয়দানের অস্বস্তিতে ভোগা শুরু করি, কারণ একই শহরে ইতোমধ্যে আরেকটি প্রতিষ্ঠান (বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ) যা আমাদের প্রতিষ্ঠানের সমমান (স্নাতক এবং স্নাতকোত্তর) রয়েছে। যেটি ১৯৬৩ সালে বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত ও তার প্রতিকৃতিও রয়েছে সেখানে। এমতাবস্থায় আমরা ফ্যাসিস্ট সরকারের (ফ্যাসিজমের দূরদর্শিতায়) রাজনৈতিক চতুরতার সঙ্গে পরিবর্তিত নাম মহীয়সী রোকেয়ার নামে করেন যাতে নাম পরিবর্তন নিয়ে শিক্ষক, শিক্ষার্থীরা প্রতিবাদ করলে নারী বিদ্বেষীসহ নানান ট্যাগ লাগিয়ে সহজে কণ্ঠরোধ করা যায়।

ফারহান সাদিক সাজু/আরএইচ/এমএস

Read Entire Article