জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার (১০ মার্চ) এম-ট্যাবের সভাপতি একেএম মুসা লিটন ও মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লবের নেতৃত্বে সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট ডা. মোসাদ্দেক হোসেন ডাম্বেল, ড্যাবের সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. মেহেদী হাসান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম-ট্যাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট খাজা মাঈন উদ্দিন মঞ্জু, সিনিয়র যুগ্ম-মহাসচিব দবির উদ্দিন তুষার, সহ-সভাপতি মো. রওশন আলী রাজু, মো. রুহুল আমিন, সাইদুল ইসলাম খোকন, মো. নূর মোহাম্মদ সৌরভ, যুগ্ম-মহাসচিব মো. আব্দুর রব আকন্দ, আইনুল হক, মামুনুর রশীদ মামুন, সাইদুর রহমান সিদ্দিকী, আব্দুল খালেক, মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, মো. কাজী মাসুম, আবুল কাশেম আশিক, এমাদুল হক ইমদাদ, মেহেদী হাসান, নিয়াজ আকুঞ্জি, শেখ ফয়সাল, আসাদুল্লাহ মিয়া, মিজানুর রহমান, হাসেম বাবু, গোলাম মাওলা মুন্না, মিজানুর রহমান, রতন ইসলাম রানা প্রমুখ।