প্রথম ঘণ্টার ভয় কাটানোর পর হতাশ করলেন দিপু

1 month ago 28

টেস্টে দিনের প্রথম ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সেই সময়টা প্রায় কাটিয়েই ফেলেছিলেন মুমিনুল হক আর শাহাদাত হোসেন দিপু। দিপু বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু ঠিকই ভুল করে ফেললেন।

সেই ভুলেই শেষ ৭১ বলে ১৮ রানের ইনিংসটি। কেমার রোচের সুইং বুঝতে না পেরে ব্যাট পেতে দিলেন দিপু, বল চলে গেলো স্লিপে। দলীয় ৬৬ রানে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ। মুমিনুল হক ২৫ আর লিটন দাস শূন্য রান নিয়ে ব্যাট করছেন।

অ্যান্টিগা টেস্টে ২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুমিনুল ৭ আর দিপু ১০ রানে অপরাজিত ছিলেন।

এর আগে জাস্টিন গ্রেভসের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৪৫০ রানের বড় পুঁজি গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

এমএমআর/জিকেএস

Read Entire Article