প্রথম দিনে উইন্ডিজ তুলল ২৫০ রান

1 month ago 31

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। মিকাইল লুইস এবং কাভেম হজ দুইজনই আউট হয়েছেন নার্ভাস নাইনটির ঘরে গিয়ে। 

শুক্রবার (২২ নভেম্বর) টস হেরে ব্যাটিংয়ে শুরু থেকেই টাইগার বোলারদের সমীহ করে খেলতে থাকেন ক্যারিবিয়ানরা। লুইসকে সঙ্গী করে প্রথম ঘণ্টা কাটিয়ে দেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তবে দলীয় ২৫ রানে আউট হয়ে যান ক্যারিবিয়ান কাপ্তান। মাত্র ৪ রান করে তাসকিনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। তারপর ক্রিজে আসেন কেসি কার্টি। রানের খাতা না খুলতেই তাসকিনের বলে কাটা পড়েন তিনি।

পর পর দুই উইকেট হারিয়ে বেশখানিকটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর কাভেম হজকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে রানে চাকা সচল করতে থাকেন লুইস। তবে তাইজুল ইসলামের দুর্দান্ত থ্রোতে দলীয় ৮৪ রানে রানআউট হন হজ। করেন ২৫ রান। এরপর ক্রিজে আসেন অলিক আথানাজে। লুইসকে সঙ্গে নিয়ে খুবই সাবলীল ব্যাট করে যাচ্ছিলেন তিনি। দুইজনই পোঁছে যান নার্ভাস নাইনটিতে। তবে তারা কেউই শতকের দেখা পাননি। ১৪০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৯৭ রানে আউট হয়ে যান লুইস। আর ৯০ রান করে আউট হন আথানাজে। 

এরপর ডি সিলভাকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন জাস্টিন গ্রিভস। দিন শেষে ডি সিলভা অপরাজিত আছেন ১৪ রানে। অপর প্রান্তে গ্রিভস অপরাজিত আছেন ১১ রান নিয়ে। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান। 

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট।  

Read Entire Article