প্রথম দেখা, আর তাতেই আটকে যাওয়া এক অনুভবের আবেশে মন দেয়া-নেয়ার গল্পে সাজানো হয়েছে গানটি। এ গানের নাম ‘কিছু মন দেয়া নেয়াতে’। ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে গানটি গেয়েছেন খুলনার প্রতিভাবান শিল্পী ও ‘আমার গান’ প্রতিযোগিতার অংশগ্রহণকারী আব্দুল্লাহ আল মামুন।
শুধু কণ্ঠই নয়, গানটির কথা ও সুরও করেছেন মামুন নিজেই। সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
নিজের প্রথম মৌলিক গান নিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গান আমার প্রাণের জায়গা। ছোটবেলায় ওয়াসিম সরকার স্যারের কাছে গানের হাতেখড়ি। এরপর দীর্ঘদিন ওস্তাদ শামসুদ্দিন একাডেমিতে উচ্চাঙ্গ সংগীতের তালিম নিয়েছি শাহীন মাহমুদ শাহিন স্যারের কাছে। সুরের সাধনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমার এই প্রয়াস শ্রোতাদের যদি হৃদয়ে খানিক জায়গা পায়, তাহলেই আমি কৃতজ্ঞ।’
ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, আগামী ২৯ মে, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
এলআইএ/এমএস