প্রথমবার এক গানে ন্যান্সি-রোদেলা

1 month ago 6
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে একে একে শ্রোতাপ্রিয় সব গান উপহার দিয়ে আসছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তারই পথ ধরে এরই মধ্যে গানে সম্ভাবনার জানান দিয়েছেন ন্যান্সির বড় কন্যা রোদেলা। তার একাধিক গান প্রশংসিত হয়েছে শ্রোতামহলে।  এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন মা-মেয়ে। প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি-রোদেলা। গানের শিরোনাম ‘কেন’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। সেড-রোমান্টিক কথার এ গানটির একটি মিউজিক ভিডিও করা হয়েছে, যেখানে অংশ নিয়েছেন ন্যান্সি-রোদেলা।  আগামীকাল (১০ জুলাই) গানটি প্রকাশ হবে রোদেলার নিজের ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে বেশ এক্সাইটেড মা-মেয়ে দুজনই। ন্যান্সি বলেন, প্রথমে গানটি আমারই করার কথা ছিল। পরে মাথায় এলো এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালোই লাগল। প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! তাই স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।  এদিকে গানটি প্রসঙ্গে রোদেলা বলেন, এটা একটা দুঃসাহসই বটে। কারণ আমার মায়ের কণ্ঠ, গান সারা বিশ্বের বাংলাভাষাভাষীদের কাছে জনপ্রিয়। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তার সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম। ‘কেন’ শিরোনামের গানটি আশা করছি ভালো লাগবে সবার।  গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, সময় নিয়ে গানটি করা। মা-মেয়ের কণ্ঠে গান করার পরিকল্পনাটাও ইউনিক। সবচেয়ে বড় কথা গানটি শ্রুতিমধুর ও ভিন্নধর্মী। আমার বিশ্বাস ভালো লাগবে শ্রোতাদের।  গানটির সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন, একটি একটি ভিন্নধর্মী প্রজেক্ট। ন্যান্সি আন্টি অনেকের মতো আমারও খুব পছন্দের। তার কণ্ঠ আমার খুব পছন্দ। বড় বিষয় হলো রোদেলার কণ্ঠটাও ইউনিক। সব মিলিয়ে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। 
Read Entire Article