ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রীর পাশাপাশি প্রথমবারের মতো শিক্ষার্থী আচরণবিধি বিতরণ করা হয়।
নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থী আচরণবিধির প্রয়োজনীয়তা অনুধাবন করে আমরা নবীনদের সবাইকে আচরণবিধি দিয়েছি। সময় সংক্ষিপ্ততার কারণে আচরণবিধি সংশোধন করা হয়নি। এজন্য বর্তমানের সঙ্গে মিল না থাকায় পরীক্ষা সংক্রান্ত বিধিগুলো বাদ দিয়ে অন্য অধ্যায়গুলো দেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
ওরিয়েন্টেশন বক্তা ছিলেন মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। বিশেষ বক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর এবং বাংলাদেশ ইনস্টিউট অব ইসলামিক থটের (বিআইআইটি) মহাপরিচালক ড. এম. আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে নবীনদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘পরিবারের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণে তোমাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমাদের সবচেয়ে পবিত্র স্থান হলো শ্রেণিকক্ষ এবং সবচেয়ে ভালো বন্ধু হলো শিক্ষক। তোমাদের সম্পর্ক থাকবে লাইব্রেরি, শ্রেণিকক্ষ এবং বইয়ের সঙ্গে। এই বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, ততদিন তোমরা সময়ের সঠিক ব্যবহার করবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই হবে আগামী পাঁচ বছরের জন্য তোমাদের জন্মভূমি।’
মুনজুুরুল ইসলাম/এসআর/জেডএইচ/