প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

2 days ago 13

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের উদ্দেশে এক শুভেচ্ছা বার্তা পাঠান।

বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘বিশেষ এই মুহূর্তে আমি আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে এই আনন্দময় উৎসব উদযাপনের সময় আমাদের জন্য এটি এক ঐক্য, কৃতজ্ঞতা ও আত্মউপলব্ধির সুযোগ।’

তিনি আরও বলেন, ‘রমজান মাসজুড়ে ভারতের ২০ কোটি মুসলমান বিশ্ববাসীর সঙ্গে সংযম, প্রার্থনা ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে সহমর্মিতা, উদারতা ও সংহতির মূল্যবোধকে আরও গভীরভাবে স্মরণ করিয়ে দেয়।’

নরেন্দ্র মোদি বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও আনন্দের জন্য প্রার্থনা করেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এই শুভ উপলক্ষে, আমাদের দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। অনুগ্রহ করে আমার সর্বোচ্চ শুভেচ্ছা গ্রহণ করুন।’

Read Entire Article