প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন: আদিলুর রহমান

1 day ago 5

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট বের হয়ে আসবে। এরপর রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণে সরকার এগোবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কাজ চলছে বলেও জানান তিনি।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ আদালতে শহীদ পরিবার কর্তৃক জুলাই শহীদ স্মৃতি সংযোগ করিডোরের উদ্ধোধনী অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এসব কথা বলেন আদিলুর রহমান খান।

শিল্পকারখানা নির্মাণের পরিবেশ রক্ষায় অগ্রাধিকারের বিষয়টি জানিয়ে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ঢাকা থেকে রাসায়নিক কারখানার কার্যক্রম মুন্সিগঞ্জে নির্মিত বিসিকের কেমিক্যাল পার্কে স্থানান্তরের কাজ চলছে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করা না হয়।

তিনি বলেন, জুলাই শহীদরা দেশকে মুক্ত করেছেন। তাদের স্বীকৃতিকে সামনে নিয়ে আসা এবং পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষণীয় করে রাখার কাজ চলমান থাকবে। শহীদ পরিবারকে সহায়তায় দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে।

করিডোর উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদরের পাঁচ শহীদের পরিবারের সদস্যসহ আদালতের বিচারক এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

আদালতে দুটি ভবনে ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে জুলাই স্মৃতি সংযোগ করিডোর।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম

Read Entire Article