প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

2 weeks ago 14

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাবির জনসংযোগ কর্মকর্তা আখতার হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা এসব বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করলে উপাচার্য তাকে বিস্তারিত অবহিত করেন। পরে প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় পরিচালনার বিভিন্ন বিষয়ে কিছু দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচন নিয়েও প্রধান উপদেষ্টা বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া, স্থগিত হয়ে যাওয়া দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান নিয়েও উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান উপস্থিত ছিলেন।

Read Entire Article