প্রধানমন্ত্রীর জন্য ৫০০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

3 months ago 24

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৫০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

রোববার (২৩ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এসব আনারস হস্তান্তর করা হয়। উপহার হিসেবে ১০০ কার্টনে করে ৭০০ পিস (৫০০ কেজি) কিউভেইরাটি জাতের ত্রিপুরার বিখ্যাত আনারাস পাঠানো হয়েছে।

সীমান্তের শূন্যরেখায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পক্ষে ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক কুমার বৈদ্য চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাই কমিশানার সজীব চক্রবর্তী কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।

এসময় ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক দীপক কুমার বৈদ্য বলেন, মুখ্যমন্ত্রী ডা. মনিক সাহা শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কিউভেইরাটিস জাতের আনারস পাঠিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা খুব আনন্দিত যে আমাদের এই বিখ্যাত আনারস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে পেরেছি।

আনারস হস্তান্তরকালে সীমান্তের শূন্যরেখায় উপস্থিত ছিলেন, ৪২ বিএসএফ ইনচার্জ সন্তোষ কুমার, আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল কাইয়ুম তালুকদার, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ খাইরুল আলমসহ অন্যান্যরা।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জিকেএস

Read Entire Article