প্রবাসী আয় সচল রাখতে দূতাবাসগুলোর সেবা নিশ্চিত করতে হবে : এবি পার্টি 

3 months ago 11

আমার বাংলাদেশ (এবি) পার্টি জানিয়েছে, প্রবাসী আয় সচল রাখতে বিশ্বের সব দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 

মঙ্গলবার (০৩ জুন) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি দেওয়ার সময় একথা জানান এবি পার্টির নেতারা। 

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সহকারী শ্যাডো সম্পাদক ড. জাভেদ ইকবাল ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক। 

বৈঠক শেষে সাংবাদিকদের আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা প্রবাসীকল্যাণ উপদেষ্টাকে জানিয়েছি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিট্যান্স। এটা অব্যাহত রাখতে তাদের সেবা নিশ্চিত করতে হবে। 

এসময় তিনি এবি পার্টির মূল উদ্বেগ এবং নিম্ন লিখিত প্রস্তাবগুলো তুলে ধরেন। প্রস্তাবনার মধ্যে রয়েছে- ১. পাসপোর্ট নবায়ন এবং হোম ডেলিভারি প্রদান, ২. পেমেন্ট সিস্টেমের সংস্কার করা। ৩. সুবিন্যস্ত অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিশ্চিত করা। ৪. কারাবন্দি বাংলাদেশিদের প্রত্যাবাসন করা। ৫. একটি ওয়ান-স্টপ আইনি পরিষেবা এবং কল সেন্টার প্রতিষ্ঠা। ৬. শ্রম বিরোধ ও মজুরিসংক্রান্ত সমস্যা নিরসন করা। ৭. কল্যাণ তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা। ৮. বৈদেশিক কর্মসংস্থান এজেন্সিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা। ৯. মৃতদেহ প্রত্যাবাসন বিলম্ব না করা। ১০. কর্মী শোষণ এবং জোরপূর্বক শ্রম বন্ধ করা। ১১. কূটনৈতিক পরিষেবা সম্প্রসারণ করা। ১২. ফ‍্যাসিবাদ ও দালালমুক্ত হাইকমিশন নিশ্চিত করা। ১৩.আন্তঃমন্ত্রণালয় সমন্বয় রাখা।

স্মারকলিপিতে বলা হয়- যাদের শ্রম ও ঘামের বিনিময়ে দেশের অর্থনীতি টিকে রয়েছে সেই সব বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা, অধিকার নিশ্চিত করা ও তাদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান দূতাবাসকে অবশ্যই নিশ্চিত করতে হবে। অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবি পার্টি মনে করে সেবা ও জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করাই একটি রাজনৈতিক দলের মৌলিক কাজ। সেজন্য মালয়েশিয়াসহ শতাধিক দেশে অবস্থানরত সব প্রবাসীদের পক্ষ থেকে আমাদের চিহ্নিত মৌলিক, গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ সমাধানের জন্য লিখিত সুপারিশ সমুহ অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।

Read Entire Article