প্রবাসীকে বিয়ে করলেন তানজিকা আমিন

1 month ago 17
ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানজিকা আমিন বিয়ে করেছেন। শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার বেইলি রোডে তানজিকার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের খবর নিশ্চিত করেছেন তানজিকা নিজেই। মায়ের শাড়িতে বিয়ের পিঁড়িতে বসেছেন তানজিকা। তার মা ইসমত আরা মিনার বিয়ে হয় আজ থেকে ৪০ বছর আগে। মা যত্নে রেখে দিয়েছিলেন তার বিয়েতে পরা শাড়িটি। মায়ের বিয়ের ৪১ বছরে এসে মেয়ে তানজিকা বিয়ে করেছেন তার মায়ের বিয়ের শাড়িটি পরে। তানজিকার বর অস্ট্রেলিয়া প্রবাসী। তার নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন।  তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তার পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। উল্লেখ্য, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।
Read Entire Article