প্রভাবশালীর খামারে প্রবেশ করায় এসিড দিয়ে ঝলসে দেওয়া হলো পাঁচ গরু

3 months ago 63

এক ধনাঢ্য ও প্রভাবশালী ব্যবসায়ীর খামারে প্রবেশ করায় এসিড স্প্রে করে পাঁচ গরুর শরীর ঝলসে দেওয়া হয়েছে। এতে গরুগুলোর শরীর থেকে খসে পড়ছে চামড়া। ফলে যন্ত্রণায় ছটফট করতে দেখা গেছে তাদের।

এ ধরণের নিষ্ঠুর ঘটনা ঘটে ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের তারুলী গ্রামে। যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা বিষয়টি স্বীকার করেছেন।

বুধবার (২৮ মে) বিকেলে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানান, ‘ভিক্সল’ নামে একটি এসিড গরুগুলোর শরীরে স্প্রে করা হয়। ব্যবসায়ী জাফর আহমেদের কর্মচারীরা এ ঘটনা ঘটান। জাফর আহমেদ ঢাকায় বনশ্রী এলাকায় বসবাস করেন। পূর্ব তারুলী গ্রামে তার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রয়েছে। এই বাড়ির খামারে ২৭ মে গরুগুলো প্রবেশ করে।

এ বিষয়ে আহত গরুগুলোর মালিক আ. হালিম ও মাইনুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ। কথা বলতে ভয় লাগে। জাফর সাহেবের ঘেরের খামারি এতোয়ার ও রিমন গরুর শরীরে এসিড স্প্রে করে ঝলসে দিয়েছে।

অভিযুক্ত রিমন ও এতোয়ার বলেন, গরু ছেড়ে দিয়ে ঘাস খাওয়াতে নিষেধ করার পরও আমাদের ঘেরে প্রবেশ করে ফসলের ক্ষতি করেছে। সেজন্য আমরা বিষাক্ত ভিক্সল গরুর গায়ে স্প্রে করেছি। এতে গরুর চামড়া ছিলে গেছে। তবে কাজটি করা আমাদের অন্যায় হয়েছে।

খামারের মালিক জাফর আহমেদের বাড়ির কেয়ারটেকার আসাদুজ্জামান বাবু বলেন, বার বার নিষেধ করা হয়েছে। তারপরও গরু প্রবেশ করায় এদের গায়ে ভিক্সল স্প্রে করা হয়েছে। ফলে গরুর চামড়া খসে গেছে।

খামারের মালিক জাফর সাহেবের সঙ্গে কথা বলার জন্য ফোন নম্বর চাইলে তা দিতে তিনি অস্বীকার করেন। জানান তিনি অপরিচিত কারো সঙ্গে কথা বলেন না। তিনি সাংবাদিকদের এ ঘটনার বিষয়ে সংবাদ প্রচার করতে নিষেধ করেন।

ওই এলাকার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহানারা বেগম বলেন, এটি অত্যন্ত ঘৃণিত ও নিম্নমানের কাজ। কোনো প্রাণীর ওপর এরকম অমানবিকতা কখনো গ্রহণযোগ্য না। যারা এ কাজ করেছেন তারা খুব বড় ধরনের অপরাধ করেছেন। আমি এ কাজের নিন্দা জানাই।

কেওড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হেমায়েত উদ্দিন হিমু জানান, এ অপকর্ম যারা করেছে তাদের ছাড় দেওয়া উচিত হবে না।

এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন মোবাইলে বলেন, এ বিষয়ে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. আতিকুর রহমান/জেডএইচ/জেআইএম

Read Entire Article