প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ ছিনিয়ে নিয়ে কারটি ভাঙচুর ও চালককে মারধর করে দেশীয় অস্ত্রধারী ডাকাত দলটি। ইতোমধ্যে ডাকাতির পূর্ব মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রাইভেটকারটির মালিক শিমুল জানান, পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলা থেকে রাত ২টার দিকে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়িটি গোলাপনগরের মনিপার্ক নামক এলাকায় পৌঁছলে ৬-৭ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল গাড়িটি লক্ষ্য করে তাড়া করে। অস্ত্রের মুখে তারা গাড়িতে থাকা ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় চালক হিমেলকে মারধর করা হয় এবং গাড়ির দুটো জানালার কাচ ভেঙে ফেলা হয়।  ডাকাতি ঘটিত হওয়ার পূর্বেকার ঘটনাটি প্রাইভেটকারে থাকা যাত্রী বাপ্পি ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শিমুল জানিয়েছেন, এ ঘটনায় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান কাল

প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ ছিনিয়ে নিয়ে কারটি ভাঙচুর ও চালককে মারধর করে দেশীয় অস্ত্রধারী ডাকাত দলটি। ইতোমধ্যে ডাকাতির পূর্ব মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারটির মালিক শিমুল জানান, পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলা থেকে রাত ২টার দিকে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়িটি গোলাপনগরের মনিপার্ক নামক এলাকায় পৌঁছলে ৬-৭ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল গাড়িটি লক্ষ্য করে তাড়া করে। অস্ত্রের মুখে তারা গাড়িতে থাকা ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় চালক হিমেলকে মারধর করা হয় এবং গাড়ির দুটো জানালার কাচ ভেঙে ফেলা হয়। 

ডাকাতি ঘটিত হওয়ার পূর্বেকার ঘটনাটি প্রাইভেটকারে থাকা যাত্রী বাপ্পি ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শিমুল জানিয়েছেন, এ ঘটনায় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান কালবেলাকে বলেন, থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow