প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হলেন আনোয়ার কামাল পাশা

2 days ago 8

প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও ব্যবসায়ী আনোয়ার কামাল পাশা। এ ছাড়া সম্প্রতি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে সাজ্জাতুজ জুম্মা ও আছিয়া জামান (রিতা জামান) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

এ ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল হিসেবে ফিরোজ মাহমুদ হোসেন এবং অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ট্রেজারার নির্বাচিত হয়েছেন।

বুধবার (০১ জানুয়ারি) নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টিজ দায়িত্বভার গ্রহণ করে। 

উল্লেখ্য, প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য হিসেবে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, মো. আশরাফ আলী, মীর শাহাবুদ্দিন, আলহাজ তোফাজ্জ্বল হোসেন, নৃপেন মৈত্র, আনোয়ার হোসেন খান, মো. মামুন  সোবহান, মাহমুদ বিল্লাহ আদনান চৌধুরী নির্বাচিত হয়েছেন। 

প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. আবদুর রহমান নবনির্বাচিত বোর্ডের পদাধিকারবলে সদস্যের দায়িত্ব পালন করবেন। এ বোর্ড অব ট্রাস্ট্রিজের নেতৃত্বে প্রাইম ইউনিভার্সিটি এক অনন্য উচ্চতা অর্জনের পাশাপাশি দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের মাঝে বিশেষ অবস্থান সৃষ্টি করতে পারবে বলে প্রত্যাশা করা যায়।

Read Entire Article