প্রাণ-এর সহযোগিতায় পায়ে হেঁটে এভারেস্টের পথে শাকিল

3 hours ago 3

কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে পায়ে হেঁটে হিমালয়ের সর্বোচ্চ পর্বত শিখর মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে ‘সি টু সামিট’ অভিযান শুরু করেছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইনানি সমুদ্রসৈকত থেকে তার অভিযান শুরু হয়েছে।

এ অভিযানটি সম্পন্ন হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানিও তার সামনে রয়েছে। সবচেয়ে কম বয়সে কম সময়ে পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দিয়ে তিনি এভারেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করতে সক্ষম হবেন।

এ অভিযানে তাকে সার্বিক সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। স্ন্যাকস পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস।

৯০ দিনের এ অভিযানে পর্বতারোহী শাকিল বাংলাদেশ, ভারত ও নেপালের ওপর দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্টের ২৯ হাজার ৩১ ফুট উঁচু শিখরে আরোহণ করবেন। তার লক্ষ্য হলো- দুর্গম অভিযানেও পরিবেশের ক্ষতি না করেই অভিযান সম্পন্ন করা। যাত্রাপথে তিনি প্লাস্টিক ব্যবস্থাপনা ও প্লাস্টিক দূষণের বিষয়ে জনসচেনতা, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের গুরুত্ব তুলে ধরবেন।

এ অভিযানের বিষয়ে পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল বলেন, ‘যাত্রপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে দেশের হয়ে বড় কোনো অর্জন আনতে পারলে সেটি হবে জীবনের সবচেয়ে বড় পাওয়া। এ অভিযানে পরিবারসহ অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষদের সহযোগিতা আমাকে ব্যাপক অনুপ্রাণিত করছে।’

প্রাণ-এর সহযোগিতায় পায়ে হেঁটে এভারেস্টের পথে শাকিল

তিনি আরও বলেন, ‘প্রাণ তরুণ প্রজন্মকে স্পোর্টসসহ বিভিন্ন সেক্টরে উৎসাহিত করছে। আমি চাই ভবিষ্যতেও তারা যেন আমাদের মতো তরুণদের, স্বপ্নবাজদের সহযোগিতা করে এবং উৎসাহ দেয়।’

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‘দেশের জন্য গৌরব বয়ে আনে এমন ভালো উদ্যোগের সাথে আমরা সবসময় থাকতে চেয়েছি। পর্বতারোহী শাকিলের এ অভিযানে সবধরনের সহযোগিতা আমরা করবো যেন তিনি সঠিকভাবে তার লক্ষ্যপূরণ করতে সক্ষম হন।’

এর আগে ইকরামুল হাসান শাকিল নেপালের এক হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্রেট হিমালয়া ট্রেইল” সফলভাবে সম্পন্ন করা প্রথম বাংলাদেশি হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

বিএ/এএসএম

Read Entire Article