প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনী গুমের সঙ্গে জড়িত নয়: গুম কমিশন

2 months ago 8

বাংলাদেশ সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে গুমের সঙ্গে জড়িত না থাকলেও বিভিন্ন বাহিনীতে ডেপুটেশনে থাকা কর্মকর্তারা জড়িত ছিলেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এটা ঠিক প্রাতিষ্ঠানিকভাবে আর্মি রেস্পন্সিবল না। কিন্তু ডিজিএফআই, এনএসআই এবং র‌্যাবের বিশেষ করে কমান্ডিং অফিসার তারা সব কিন্তু আর্মির অফিসার।

তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিকভাবে আর্মি জড়িত না; কিন্তু সেনাবাহিনীর যেসব অফিসার র‌্যাব, ডিজিএফআই এবং এনএসআইতে ডেপুটেড ছিলেন তাদের গুমের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। বেসিক্যালি তারাতো আর্মড ফোর্সেসের অফিসার। তারা আর্মির হতে পারে, নেভির হতে পারে, এয়ার ফোর্সের হতে পারে।

একই প্রশ্নে কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, তারা জানতো না এটা বলার সুযোগ নেই। তাদের সাবেক একজন সেনাপ্রধান পাবলিক স্টেটমেন্ট করেছেন, দুজন সেনাসদস্য এ ধরনের কাজে যুক্ত হতে চান না বলে তার কাছে আশ্রয় চেয়েছেন। ফলে তারা জানতো না, এটা বলার সুযোগ নেই। তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, কিন্তু জানতো না এটা বলার সুযোগ নেই।

টিটি/এসএইচএস/এএসএম

Read Entire Article