প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে বৃহস্পতিবার পর্যন্ত

3 hours ago 4

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে আবেদন করতে পারছেন বদলিতে আগ্রহী শিক্ষকরা। এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এ সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে। অধিদপ্তর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশনা সংবলিত চিঠিও পাঠানো হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, শূন্যপদ না থাকায় যেসব শিক্ষককে নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন করা হয়েছে, সেসব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে আন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩.৬ অনুচ্ছেদ অনুযায়ী নিজ উপজেলায় বদলির নির্দেশনা রয়েছে। নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে।

এতে আরও বলা হয়, ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকদের করা আবেদন যাচাই করবেন। ১ মার্চ সহকারী উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (এটিইও) যাচাই শেষ করতে হবে।

এএএইচ/কেএসআর

Read Entire Article