প্রার্থিতা ফিরে পেলেন কাজী রফিকুল

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।  রোববার (১১ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলামের প্রার্থী হতে আর কোনো আইনগত বাধা রইল না। জানা গেছে, দুটি বেসরকারি ব্যাংকের ঋণসংক্রান্ত বিষয়ে কাজী রফিকুল ইসলাম আগে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ (স্টে অর্ডার) নিয়েছিলেন। তবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত আগের আদেশ স্থগিত করেন। পরে রোববার চূড়ান্ত শুনানি শেষে আদালত সেই স্থগিতাদেশও খারিজ করে দেন এবং রিট আবেদন বাতিল করেন। এ সিদ্ধান্তের ফলে কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণের পথে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা রইল না। এদিকে আদালতের রায়ের খবর এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। তারা বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ৩ নভেম্বর আসন্ন

প্রার্থিতা ফিরে পেলেন কাজী রফিকুল

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 

রোববার (১১ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলামের প্রার্থী হতে আর কোনো আইনগত বাধা রইল না।

জানা গেছে, দুটি বেসরকারি ব্যাংকের ঋণসংক্রান্ত বিষয়ে কাজী রফিকুল ইসলাম আগে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ (স্টে অর্ডার) নিয়েছিলেন। তবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত আগের আদেশ স্থগিত করেন। পরে রোববার চূড়ান্ত শুনানি শেষে আদালত সেই স্থগিতাদেশও খারিজ করে দেন এবং রিট আবেদন বাতিল করেন।

এ সিদ্ধান্তের ফলে কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণের পথে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা রইল না।

এদিকে আদালতের রায়ের খবর এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। তারা বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। পরে তিনি গত ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow