প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন ১ স্বতন্ত্র প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন। পরে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি। সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন সামনে অভিযোগ করে দুলাল বলেন, ‘গত ১৭ বছরে যে জুলুম, অত্যাচার ও নির্যাতন হয়েছে, তার থেকেও যেন বেশি হয়েছে গত কিছুদিনে। প্রার্থী হওয়ার কারণে আমার সঙ্গে এমন হচ্ছে। আমাকে সমর্থনকারী ব্যক্তির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।’ তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সহায়তায় এই খবর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। যে কারণে গত ৩ জানুয়ারি আমার মনোনয়নপত্র বাতিল করা হয়, সেটি আজ নির্বাচন কমিশন বৈধ করেছে। তিনি আরও বলেন, ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। আমি রূপগঞ্জবাসীর জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আমার এলাকার অবহেলিত ও উন্নয়নবঞ্চিত মানুষের পাশে আমি থাকতে চাই।’ এর আগে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতা বৈধ, নামঞ্জুর ২৩, অপেক্ষমাণ ৫ ও একজন প্

প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন ১ স্বতন্ত্র প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন। পরে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন সামনে অভিযোগ করে দুলাল বলেন, ‘গত ১৭ বছরে যে জুলুম, অত্যাচার ও নির্যাতন হয়েছে, তার থেকেও যেন বেশি হয়েছে গত কিছুদিনে। প্রার্থী হওয়ার কারণে আমার সঙ্গে এমন হচ্ছে। আমাকে সমর্থনকারী ব্যক্তির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সহায়তায় এই খবর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। যে কারণে গত ৩ জানুয়ারি আমার মনোনয়নপত্র বাতিল করা হয়, সেটি আজ নির্বাচন কমিশন বৈধ করেছে।

তিনি আরও বলেন, ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। আমি রূপগঞ্জবাসীর জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আমার এলাকার অবহেলিত ও উন্নয়নবঞ্চিত মানুষের পাশে আমি থাকতে চাই।’

এর আগে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতা বৈধ, নামঞ্জুর ২৩, অপেক্ষমাণ ৫ ও একজন প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে কমিশনে প্রার্থিতা ফিরে পেয়ে অনেকেই নির্বাচনী অবস্থা ভালো বলে দাবি করেন। আবার প্রার্থিতা ফিরে না পেয়ে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করেন কেউ কেউ।

এদিকে, দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। একই কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর।

মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এছাড়া নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow