প্রিমিয়ার লিগে লিভারপুলের উদ্বোধনী ম্যাচে থাকছে জোতার পরিবারও

2 hours ago 1

গত জুলাইয়ে এক সড়ক দুর্ঘটনায় দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার করুণ মৃত্যু লিভারপুলসহ গোটা ফুটবল বিশ্বকে শোকস্তব্ধ করে দেয়। সেই থেকে আনফিল্ডে ও বাইরে তাঁকে ঘিরে চলছে নানা শ্রদ্ধা নিবেদন। এবার প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেও থাকছে সেই আবেগঘন মুহূর্ত।  ক্লাব ইতিমধ্যেই তাঁর ২০ নম্বর জার্সি অবসর দিয়েছে, আয়োজন করেছে নানা স্মরণসভা, আর আজও গ্যালারি থেকে প্রতিধ্বনিত হবে ‘ইউ’ল নেভার ওয়াক অ্যালোন’।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচটিতে বিশেষ অতিথি হিসেবে গ্যালারিতে থাকবেন জোতার স্ত্রী রুট কারদোসো, তাদের সন্তানরা ও পরিবারের অন্যান্য সদস্যরা।

লিভারপুলের কোচ আর্নে স্লট ম্যাচ ডে প্রোগ্রামে লিখেছেন, ‘বিশ্বজুড়ে, বিশেষ করে লিভারপুল কমিউনিটিতে, জোতাকে ঘিরে যে শ্রদ্ধা ও ভালোবাসা আমরা দেখেছি, তা সত্যিই অসাধারণ। আজ রাতে আমরা আবারও একসঙ্গে তাদের স্মরণ করব। জোতার স্ত্রী, সন্তান ও পরিবার আমাদের মাঝে থাকবেন, আর এটা গুরুত্বপূর্ণ যে আমরা জানিয়ে দিই—এই কঠিন সময়ে আমরা সবসময় তাদের পাশে আছি।’

জোতার মৃত্যুর পর লিভারপুল তার ২০ নম্বর জার্সি অবসর দিয়েছে। তাই বোর্নমাউথের বিপক্ষে ম্যাচটিও হবে তার প্রতি আরেকটি শ্রদ্ধাঞ্জলি, যেখানে আনফিল্ডের প্রতিটি করতালিই যেন বলবে—জোতা চিরকাল লিভারপুলের অংশ হয়ে থাকবেন।

Read Entire Article