প্রিমিয়ারে তোলপাড় ফেলা ইফতির সেঞ্চুরি, বাংলাদেশের সম্মানজনক স্কোর

3 months ago 7

২০২৪ সালে উত্তরা স্পোর্টিংয়ের হয়ে প্রথম বিভাগ লিগ খেলেছেন। এবার ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগে মাঠে নেমেই হইচই ফেলে দিয়েছিলেন। সবার কৌতুহল ছিল ইফতিকে নিয়েই।

নামটা অবশ্য তেমন পরিচিত নয়। দীর্ঘদিন ঢাকার ক্লাব ক্রিকেটের খুঁটিনাটি খোঁজখবর রাখেন, এমন অনেকেও তাকে চিনতে পারেননি; কে এই ইফতিখার হোসেন ইফতি?

এবারের প্রিমিয়ার লিগের প্রথম খেলায় এবাদত, আবু হায়দার রনি, সাইফউদ্দীন, তাইজুল ও নাসুমের গড়া মোহামেডানের শক্তিশালী ও ধারালো বোলিং লাইনআপের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেই ইফতিখার হোসেন ইফতি জানিয়ে দিয়েছিলেন, ‘আমি ব্যাটিংটা পারি। কঠিন বোলিং শক্তির বিপক্ষেও আমার ভাল কিছু করার সামর্থ্য আছে। মাঠে আমার ব্যাট আলো ছড়াবে।’

গত ৩ মার্চ বিকেএসপি তিন নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরিটিই (১১০ বলে ৩ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ১০৮) ইফতিকে নিয়ে এসেছে শিরোনামে। পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করে ৩২ রানে ৩ উইকেট দখল করে তারকায় ঠাসা মোহামেডানের বিপক্ষে গুলশান ক্রিকেট ক্লাবের বিরাট জয়ের নায়ক হয়ে ম্যাচ সেরার পুরষ্কার পান ৬ ফুট উচ্চতার এই ইফতি।

কিন্তু কেন যেন পরের ৬ ম্যাচে (২১, ১৬, ৩২, ২৫, ১৮, ১৪) আর সেভাবে জ্বলে ওঠেনি ইফতির ব্যাট। প্রিমিয়ার লিগের শেষভাগে গিয়ে আঙ্গুলে ব্যাথা পেয়ে ছিটকে পড়েন মাঠের বাইরে। তারপর আর সুপার লিগে মাঠে নামতে পারেননি এ বাঁ-হাতি টপ অর্ডার।

লিগ শেষ হয়ে গেছে। এবার দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে চারদিনের ম্যাচের প্রথমদিন দারুণ এক শতরান করে আবার পাদপ্রদীপের আলোয় ভোলার ২২ বছর বয়সী ইফতি।

মঙ্গলবার শেরে বাংলায় প্রোটিয়া ইমার্জিং দলের বিপক্ষে সঙ্গী আশিকুর রহমান শিবলী শূন্য রানে আউট হলে হাল ধরেন ইফতিখার ইফতি। ইনিংসের সূচনা করতে নেমে শেষ পর্যন্ত দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন ইফতি।

cricket

‘দারুণ’ শুনে হয়তো ভাবছেন চার এবং ছক্কায় মাঠ ভাসিয়েছেন। নাহ! তাড়াহুড়ো করে এদিক-ওদিক ব্যাট ছুঁড়ে নয়। বাংলাদেশের বেশিরভাগ ব্যাটার যেভাবে ৩-৪ দিনের ম্যাচেও এদিও-ওদিক চালিয়ে খেলে রান করেন ভোলার দীর্ঘদেহী ইফতি তা করেননি। ধীরে-সুস্থে, বলের মেধা ও গুণ বিচার করে উইকেটে অনেকটা সময় থেকে ২৯১ বলে ১৪ বাউন্ডারিতে এক আদর্শ দীর্ঘ পরিসরের ইনিংস উপহার দিয়েছেন তিনি।

তার সাথে আর একজন রান করেছেন। তিনি মইন খান। গাজী গ্রুপের হয়ে প্রিমিয়ার লিগে খেলা এ তরুণের সংগ্রহ ছিল ৯১। তিনিও বল খেলেছেন ১৫৯টি।বাউন্ডারি হাঁকিয়েছেন ১৫টি। এছাড়া বাংলাদেশ ইমার্জিং দলের আর কেউ রান পাননি। আশিকুর রহমান শিবলী শূন্য, চৌধুরী রেজওয়ান ৭, অধিনায়ক সাহাদাত হোসেন দিপু ১, প্রিতম কুমার ২ রানে আউট হন।

মূলতঃ ওপেনার ইফতি আর মিডল অর্ডার কাম অফস্পিনার মইন খানের দৃঢ়তায় দিনশেষে বাংলাদেশ ইমার্জিং দলের স্কোর ৭ উইকেটে ২৪২।

ইমার্জিং একাদশ প্রথম ইনিংস: ২৪২/৭, ৮৯ ওভার (আশিকুর রহমান শিবলী ০, ইফতিখার হোসেন ইফতি ১০৯, চৌধুরী রিজওয়ান ৭, সাহাদাত হোসেন দিপু ১, আরিফুল ইসলাম ০, প্রিতম কুমার ২, মঈন খান ৯১, রাকিবুল নট আউট ২, রিপন মন্ডল নট আউট ০; আন্দিলে মোগাকানে ৩/২০, সেপো এনটোলি ২/৬৩, ডিয়ান ফরেস্টার ১/২১, নোবানি মোকোনা ১/৪৬)।

এআরবি/আইএইচএস/

Read Entire Article