প্রেমিকাকে হোটেলে খুন করে পালালেন প্রেমিক

2 months ago 26

ভারতের বেঙ্গালুরুর হোটেল থেকে উদ্ধার করা হয়েছে আসামের এক তরুণীর মরদেহ। গত শনিবার ওই হোটেলে হাসিমুখে ঢুকতে দেখা যায় মায়া গগৈ নামে ওই তরুণীকে। সঙ্গে ছিলেন তার প্রেমিক। হোটেলে প্রবেশের সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

এখন তরুণীর সেই প্রেমিকের খোঁজ মিলছে না। তাকেই সন্দেহভাজন বলে মনে করছে পুলিশ।

গত ২৩ নভেম্বর প্রেমিক আরভ হার্নির সঙ্গে হোটেলের একটি রুম ভাড়া নিয়েছিলেন মায়া। তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কাজ করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, গত সোমবার তাকে কুপিয়ে খুন করেছেন আরভ। গোটা দিন সেই মরদেহের সঙ্গে কাটিয়ে মঙ্গলবার সকালে হোটেলের রুম থেকে বেরিয়ে গেছেন। রুমে রাখা বালিশ ও কম্বলে রক্তের দাগ লেগে রয়েছে। হোটেলের লবিতে রাখা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ।

মঙ্গলবার সকালে আরভ সেখান থেকে বেরিয়ে যান। তার কয়েক ঘণ্টা পরে রুম থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। পরে হোটেল কর্মীরা থানায় খবর দেন।

পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনাও সংগ্রহ করে তারা। মায়ার দেহ কেটে টুকরো করে লোপাট করার চেষ্টা করেছিলেন কি না আরভ, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Read Entire Article