প্রেমিকার বিয়ের খবরে প্রাণ দিল কিশোর 

2 months ago 6

প্রেমিকার বিয়ের খবরে কিশোর প্রেমিক গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ জুন) পাবনার চাটমোহর উপজেলার কুবিরদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরের বড় ভাই জানান, পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে আমার ছোট ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তারা দুজনে বাড়িতে কাউকে কিছু না বলে পালিয়ে যায়। পরে উভয় পরিবার খোঁজাখুঁজি করে তাদের বিয়ে দেওয়ার আশ্বাসে বাড়িতে নিয়ে আসি। এরপর মেয়ের পরিবার কৌশলে মেয়েকে ঢাকায় তার এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয় এবং তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। 

সোমবার সকালে আমার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের এক আত্মীয়ের কথা হয় এবং সে জানায় তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। এমন খবর শুনে ভাই সবার অগোচরে নিজ ঘরের দরজা বন্ধ করে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার দাস জানান, ঘটনাটি জানার পরেই আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article