প্রেমের গুঞ্জনের মধ্যেই বিয়েতে একসঙ্গে! জায়েদ-মাহিকে ঘিরে জল্পনা তুঙ্গে

2 hours ago 4

ঢালিউডের আলোচিত জুটি নায়ক জায়েদ খান আর নায়িকা মাহিয়া মাহি। তাদের প্রেমের গুঞ্জন যেন পুরোনো আখরোট— সময় যত যায়, ততই শক্ত হয়! একসঙ্গে কোথাও দেখা দিলেই শুরু হয় ফিসফাস, ভেসে আসে প্রশ্ন— “আবার কী জমে উঠছে সেই প্রেম?”

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই দুই তারকা। নানা জায়গায় একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি এরই মধ্যে আলোচনায় এসেছে। এমন সময় শোনা গেল নতুন খবর— আগামী ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি ওয়েডিং সেলিব্রেশনে একসঙ্গে হাজির হবেন জায়েদ-মাহি।

এর আগেও নানা প্রোগ্রামে পাশাপাশি উপস্থিত হয়ে দর্শক-ভক্তদের কল্পনায় আগুন ধরিয়েছিলেন তারা। হাসি-ঠাট্টা, আড্ডা আর প্রাণবন্ত উপস্থিতি মিলিয়ে সেই সময় গুঞ্জন ছিল টক অব দ্য টাউন। তবে একসময় হঠাৎ করেই সেই গুঞ্জন থেমে যায়। কিন্তু প্রেমের গল্প কি কখনোই থেমে যায়?

কিছুদিন আগে আবারও যুক্তরাষ্ট্রের একটি ঘরোয়া অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় মাহি ও জায়েদকে। পাশাপাশি বসে তাদের হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন ফিসফিসানি— “তাহলে কি পুরোনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?”

তবে বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন দুই তারকা। জায়েদ খান দাবি করেছেন, সবই নাকি ‘ভুয়া খবর’! অন্যদিকে, ডিভোর্সের পর মাহি এখন আমেরিকায় স্থায়ীভাবে সময় কাটাচ্ছেন। আর জায়েদ খানও দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছেন।

Read Entire Article