ভারত–পাকিস্তানের সুপার ফোরের ম্যাচেও স্টেডিয়ামে খালি আসন
ভারত–পাকিস্তান মানেই গ্যালারি কানায় কানায় পূর্ণ, টিকিট পাওয়া মানেই সোনার হরিণ। কিন্তু এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দেখা গেল এক ভিন্ন ছবি—খালি আসন। রোববার রাত সাড়ে আটটায় খেলা শুরুর সময় শত শত আসন, এমনকি কয়েকটি ইনক্লোজারও ফাঁকা ছিল।
এমন দৃশ্য ক্রিকেটপ্রেমীদের চোখে অস্বাভাবিকই বটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক প্রশ্ন তুলেছেন— ‘কোথায় গেল দর্শকরা? ভারত–পাকিস্তান ম্যাচ কি তবে একঘেয়ে হয়ে গেছে?’
এর আগের গ্রুপপর্বের লড়াইয়েও একই ছবি ধরা পড়েছিল দুবাইয়ের গ্যালারিতে। অথচ নিউইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এই দুই দলের মুখোমুখি ম্যাচ হয়েছিল দর্শকে ভরা গ্যালারিতেই।
বিশ্ব মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গালফ অঞ্চলের তীব্র গরমই নাকি দর্শক স্বল্পতার মূল কারণ। স্থানীয় ক্রিকেটপ্রেমী শাহিদ খান জানিয়েছেন, ‘সেপ্টেম্বর এ অঞ্চলের সবচেয়ে গরম মাস। সন্ধ্যায়ও প্রচণ্ড গরম আর আর্দ্রতায় বাইরে থাকা দায়। খেলোয়াড়রা পারিশ্রমিক পান, কিন্তু দর্শকদের তো টিকিট কিনে কষ্ট করতে হয়। তাহলে কেনই বা তারা এমন ভোগান্তি মেনে নেবে?’’
ভারত–পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে এমন খালি আসনের দৃশ্য যে এশিয়া কাপকে এক অদ্ভুত আলোচনার জন্ম দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।