প্লাস্টিকের বস্তায় চাল মজুত, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

3 weeks ago 14

সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে প্লাস্টিকের বস্তায় চাল মজুত, প্রক্রিয়াজাতকরণ ও মোড়কে মূল্য-মেয়াদসহ ধানের জাত উল্লেখ না করায় টাঙ্গাইলের কালিহাতীর এক অটোরাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব বেদডোবা এলাকার জননী অটোমেটিক রাইস মিলকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

তিনি জানান, বিভিন্ন ব্রান্ডের প্লাস্টিকের মোড়কে চাল প্রক্রিয়াকরণ, মোড়কে মূল্য ও মেয়াদ এবং ধানের জাত উল্লেখ না করার অপরাধে মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আরিফ উর রহমান টগর/জেডএইচ/জেআইএম

Read Entire Article