প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী

2 months ago 35

ঝাড়খণ্ডের দেওঘরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী প্লেনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন তিনি। প্রচার শেষে ফিরতে গিয়েই মূলত এই বিপত্তি।

জানা গেছে, শুক্রবার ছিল আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে উদ্‌যাপিত হয়। আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন।

তার আগে শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে প্রচারে গিয়েছিলেন মোদী। দু’টি জনসভা করে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু প্লেনে যান্ত্রিক সমস্যা ধরা পড়ায় তার ফিরতে দেরি হচ্ছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রচার শেষে দেওঘর থেকে প্লেনে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে প্লেনটি উড্ডয়ন করা যায়নি। আপাতত দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কী কারণে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিস্তারিত আসছে...

এমএসএম

Read Entire Article