পয়েন্ট হারাল রিয়াল, জিতল লিভারপুল

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বাজে ফুটবল উপহার দিয়ে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করলেও জয়ের দেখা পায়নি তারা। জিরোনার মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। রিয়ালের পয়েন্ট হারানোর দিন জয়ের দেখা পেয়েছে লিভারপুল।  ঘরের মাঠে ২৬ মিনিটে দারুণ আক্রমণ করে জিরোনা। তবে শটটি গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন। আরও ১২ মিনিট পর রিয়াল প্রথম বলার মতো সুযোগ পায়। তবে কর্নার থেকে উড়ে আসা বলে মিলিটাও হেড দিলে তা গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ৩৯ মিনিটে এমবাপে লিড এনে দিয়েছিলেন, কিন্তু ভিএআর মনিটর দেখে হ্যান্ডবলের সংকেত দেন রেফারি। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে চমৎকার গোলে এগিয়ে যায় জিরোনা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ওনাহি। ৫৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পায় জিরোনা। তবে, ওয়ান-অন-ওয়ানে ভ্লাদিস্লাভ ভানাতের নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া। ম্যাচের ৬৭তম মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করেন তিনি। বাকি সময়ে দুই দল চেষ্টা করে গেলেও গোলের দেখা আর মেলেনি। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেব

পয়েন্ট হারাল রিয়াল, জিতল লিভারপুল
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বাজে ফুটবল উপহার দিয়ে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করলেও জয়ের দেখা পায়নি তারা। জিরোনার মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। রিয়ালের পয়েন্ট হারানোর দিন জয়ের দেখা পেয়েছে লিভারপুল।  ঘরের মাঠে ২৬ মিনিটে দারুণ আক্রমণ করে জিরোনা। তবে শটটি গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন। আরও ১২ মিনিট পর রিয়াল প্রথম বলার মতো সুযোগ পায়। তবে কর্নার থেকে উড়ে আসা বলে মিলিটাও হেড দিলে তা গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ৩৯ মিনিটে এমবাপে লিড এনে দিয়েছিলেন, কিন্তু ভিএআর মনিটর দেখে হ্যান্ডবলের সংকেত দেন রেফারি। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে চমৎকার গোলে এগিয়ে যায় জিরোনা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ওনাহি। ৫৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পায় জিরোনা। তবে, ওয়ান-অন-ওয়ানে ভ্লাদিস্লাভ ভানাতের নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া। ম্যাচের ৬৭তম মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করেন তিনি। বাকি সময়ে দুই দল চেষ্টা করে গেলেও গোলের দেখা আর মেলেনি। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।  এদিকে টানা তিন হারের পর জয়ের দেখা পেয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগে টেবিলের নিচের দিকে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে গোলের খাতা খুলেন আলেকসান্দার ইসাক। ৬০ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন হাকপো। ১৩ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow