ফখর জামান আউট কি না, জানালেন ওয়াকার ইউনুস

2 hours ago 1
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই আলাদা উচ্ছ্বাস ও উত্তেজনা। বহুদিন ধরে তবে রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি কিংবা এসিসিরি ইভেন্ট ছাড়া দুই দলের দেখা হয় না। আর আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় যখন দেখা হয়, তখন খেলার চেয়ে রাজনৈতিক বিতর্কে উত্তেজনা বেশি বাড়ে। এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। এমনকি ম্যাচ শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। এত কিছুর মাঝে আজ রোববারের ম্যাচে নতুন এক বিতর্কের জন্ম দিলেন থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে।  সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে দলীয় ২১ রান তুলতেই সাজঘরে ফেরেন ওপেনার ফখর জামান। তবে প্রশ্ন উঠেছে, ফখর জামান কি আসলেই আউট? ধারাভাষ্যকার ওয়াকার ইউনুসের মতে, ফখর জামান আউট ছিলেন না। তার দাবি, বল সঞ্জু স্যামসনের গ্লাভসে জমা হওয়ার আগেই বলটি মাটিতে পড়েছিল। খালি চোখে এবং রিপ্লেতে দেখে স্পষ্ট বোঝা যায় বল মাটিতে পরে তারপর উইকেটকিপারের গ্লাভসে জমা হয়। রিভিউর পর তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। যে কারণে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার দাবি করেন ফখর জামান আউট ছিলেন না। আসলেই তিনি আউট ছিলেন না। বল ক্যাচ হওয়ার আগে মাটিতে পড়ে।  রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের মেতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। সে হিসাবে ব্যাটিংয়ে নেমেই ২.৩ ওভারে আম্পায়ারের ভুলে ফখর জামানের উইকেট পেয়ে যায় ভারত।
Read Entire Article