ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

7 hours ago 4
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। ফজলুর রহমান সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ হিসেবে আখ্যায়িত করায় এ ক্ষোভের সূত্রপাত।  সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে এই বিক্ষোভ শুরু হয়। এসময়, সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান যেভাবে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ এবং ‘কালো শক্তি’ বলে আখ্যায়িত করেছেন, আমরা তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।  ওই আন্দোলনকারী আরও বলেন, ফজলুর রহমান বলছেন আমরা ২৪ এ অভিনয় করছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেপ্তারের অভিনয়টা করা হবে। আরেক আন্দোলনকারী বলেন, আমরা সুশীল ও প্যাসিভ আন্দোলন করছি, কিন্তু মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার আমাদের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। বিক্ষোভের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তার নিজ জেলা কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিএনপি তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবেন তারা। 
Read Entire Article