ফরিদপুরে অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন, বন্ধ করলো প্রশাসন

3 hours ago 3

ফরিদপুরের নগরকান্দায় যাত্রাপালার বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি না নেওয়ায় এটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের সদস্য সলেমান ফকিরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে যাত্রাপালা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি তারা মঞ্চ ও দোকানপাট সরিয়ে নিতে নির্দেশ দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় যাত্রাপালার মঞ্চ খুলে ফেলা হয়।

ফরিদপুরে অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন, বন্ধ করলো প্রশাসন

জানা যায়, যাত্রাপালার আয়োজনের খবর ছড়িয়ে পড়লে যাত্রাপালা ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ আয়োজনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এলাকার আলেম-ওলামা ও স্থানীয় বিশিষ্টজনেরা দ্রুত যাত্রাপালা বন্ধের দাবি জানান। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় ও যাত্রাপালা বন্ধ করে দেয়।

ফরিদপুরে অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন, বন্ধ করলো প্রশাসন

এ বিষয়ে জানতে চাইলে যাত্রাপালার আয়োজনকারী ও স্থানীয় ইউপি সদস্য সলেমান ফকির বলেন, স্থানীয়দের অনুরোধে আমি একটি গানের আয়োজন করেছিলাম মাত্র। এখানে আমি কোনো দোষের কিছু দেখি না। গানের অনুষ্ঠানটিকে যাত্রাপালা হিসেবে প্রচার করা হয়।

বিষয়টি নিয়ে নগরকান্দার ইউএনও দবির উদ্দিন বলেন, কোনোপ্রকার অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন করা হয়েছিল, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এ নিয়ে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল। পরে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/এমএন/জিকেএস

Read Entire Article