ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এছাড়া অন্তত ২০ বসতঘর ও ১০ দোকানপাট ভাংচুর করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্যকাইচাইল গ্রামে সংঘর্ষেরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সঙ্গে উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদারের বিরোধ চলছিল। সকালে ইব্রাহিম মিয়া ও জিন্নাহ সরদারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। তাদের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসা বাজারে আমার ও জিন্নাহ সরদারের সমর্থকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে জিন্নাহর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মাদরাসা বাজারে এসে হামলা চালিয়ে ১০ দোকানে ভাঙচুর ও লুট করে। এসময় আমার সমর্থকরা পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে আমার পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
উপজেলা কৃষকলীগের সভাপতি জিন্নাহ সরদার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইব্রাহিমের লোকজন আমার বাড়িসহ সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুট করেছে। সংঘর্ষ বেশ কয়েকজন আহত হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কয়েকটি বাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কোনো পক্ষই এখনও অভিযোগ করেনি।
এন কে বি নয়ন/এএইচ/এমএস