ফরিদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হল চত্বরে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ, দৈনিক নয়া দিগন্ত ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারুন আনসারী তালুকদার, নিরাপদ সড়ক আন্দোলন এর ফরিদপুর জেলা সভাপতি আরবার নাদিম ইতু, ছাত্র প্রতিনিধি কাজী রিয়াজ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার ফরিদপুর জেলা প্রতিনিধি মেহেদী সোহেল।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা দৈনিক কালবেলার সাহসী ও জনমুখী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করেন। একইসঙ্গে কালবেলার প্রকাশক, সম্পাদক ও কালবেলা পরিবারের সবার জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার ফরিদপুর জেলা প্রতিনিধি মেহেদী সোহেল ছাড়াও সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা প্রতিনিধি আবুল হাসনাত উজ্জল, সালথা উপজেলা প্রতিনিধি আকাশ সাহা, চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি আসলাম বেপারি উপস্থিত ছিলেন।

3 weeks ago
17









English (US) ·