ফরিদপুরে প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি

3 weeks ago 13

ফরিদপুরের সালথায় ঘরের চালা কেটে চার বছরের এক শিশুকে জিম্মি করে প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতদল। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সালথা থানায় দুজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন প্রবাসী দুই ভাইয়ের মা শিউলী বেগম (৪০)।

অভিযুক্তরা হলেন একই গ্রামের সাহেব মোল্যার দুই ছেলে হাফিজুর মোল্যা (৩৫) ও হাদি মোল্যা (২২)।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের চানু ফকিরের মালয়েশিয়া প্রবাসী ছেলে ইয়াছিন ফকির ও রবিউল ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই দুই ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। এলাকার একটি চক্র বিভিন্ন সময় তাদের কাছে চাঁদা দাবি করতো। বুধবার দিনগত রাত ৩টার দিকে ঘরের টিনের চালা কেটে কয়েকজন প্রবেশ করেন। তারা ঘরে ঢুকেই চার বছরের শিশুর গলায় চাকু ধরে সবাইকে জিম্মি করেন। পরে ঘরে থাকা নগদ চার লাখ টাকা, দুটি অ্যান্ড্রয়েড ফোন ও চার ভরি স্বর্ণালংকার লুট করেন তারা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

Read Entire Article