ফরিদপুরে বাসচাপায় তরুণ নিহত, সড়ক অবরোধ

2 days ago 11

ফরিদপুরে বাসচাপায় হৃদয় শেখ (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি এক কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বাইপাস সড়কের মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় শেখ সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিল মাহমুদপুর গ্রামের শেখ আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হৃদয় শেখ রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন বাইপাস সড়ক দিয়ে মালামাল ডেলিভারি দিতে ভ্যান নিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় স্থানীয়রা বাইপাস সড়ক অবরোধ করে গোল্ডেন লাইন পরিবহনের কয়েকটি বাস ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/কেএসআর

Read Entire Article